ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের উদ্যোগে শিশুদের জন্মদিন উদযাপনে  ব্যতিক্রমী আয়োজন 

ঠাকুরগাঁও : শিশুর জন্মনিবন্ধন ও সুরক্ষা নিশ্চিতকরণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ হাজার ৭শ ৫০ জন শিশুর জন্মদিন উদযাপন করেছে ঠাকুরগাঁওয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ। বুধবার ১৫ জুন দুপুরে উপজেলা সদর অডিটরিয়ামে উক্ত কার্যক্রমটির আয়োজন করে সংস্থাটি।
এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও জন্মদিনের উপহার হিসেবে শিশুদের মাঝে বিভিন্ন প্রকারের ফলজ গাছের চারা ও বিছানা চাদর বিতরণ করা হয়।
সংস্থাটির বার্ড ডেবাউন্সব্যাক কর্মসূচির আওতায় শিশুদের জন্মদিন উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রকারের ফলজ গাছের চারা ও বিছানা চাদর বিতরণ ছাড়াও কার্যক্রমে বেলুন ও ফেস্টুন উত্তলোনের মাধ্যমে অনুষ্ঠানটি উদ্ধোধন করেন আমন্ত্রিত প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো।
পরে সংস্থাটির এরিয়া কো অর্ডিনেশনের সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম ও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম অন্যান্যরা।
আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরণের কার্যক্রম আরো জোরদার করলে স্কুলগামী শিশুরা পড়াশুনায় আগ্রহী হবে, অভিভাবকগন নিজ উদ্যোগে বৃক্ষ রোপনে উৎসাহ পাবে, শতভাগ শিশুর জন্মনিবন্ধনে ও শিশু সুরক্ষায় কার্যকরী ভুমিকা রাখবে বলে মনে করেন অতিথিরা।
এছাড়াও বক্তাগন বাল্য বিবাহ বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, সামাজিক নিরপত্তা জোরদার করণ, মাদকমুক্ত দেশ ও শিশু সহিংসতা প্রতিরোধসহ বিভিন্ন সচেতনতামূলক বিষয়ে বক্তব্য পেশ করেন।
অনুষ্ঠানে প্রতিটি শিশুকে ১ টি করে সর্বমোট ৩ হাজার ৭শ ৫০ বিছানা চাদর এবং ৯ টি ফলজ চারা (আম লেবু, পেপে, পেয়ারা ও লিচু) এভাবে মোট ৩৩,৭৫০ টি ফলজ চারা বিতরণ করা হবে বলে জানান সংস্থাটির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম।
জয় মহন্ত অলক
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ৯:৫১)
  • ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১