চাঁদপুর সদর শাহমাহমুদপুর ইউনিয়ন এসিল্যান্ড হেলাল চৌধুরী অভিযান অবৈধ ড্রেজার ধ্বংস 

চাঁদপুর সদর শাহমাহমুদপুর ইউনিয়নে এসিল্যান্ড হেলাল চৌধুরী অভিযান পরিচালিত হয়েছে এতে বারবার সতর্ক করা সত্যেয়  অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা ও ফসলি জনি নষ্ট করায় একটি ড্রেজার ভেঙ্গে  ধ্বংস  করা হয় এ ব্যাপারে সরজমিনে ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আলুমুরায় গিয়ে দেখা যায় ২ জুলাই শনিবার সকালে পুনরায় অবৈধভাবে ড্রেজার চালানোর অভিযোগে সদর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এই সময় ড্রেজার ফেলে মালিকপক্ষ পালিয়ে যায়। উক্ত ড্রেজার বন্ধ করে ড্রেজারের পাইপ খুলে দেওয়া হয়েছে এবং এ ড্রেজার আর যাতে  চালাতে না পারে সে ব্যবস্থা করা হয়। এ সময় ড্রেজারের মালিক শাহজাহান অভিযোগ করে বলেন, আমরা একটি গনকবরেরনজন্য আমার নিজস্ব জমিথেকে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় সেই কাজে শেখ ফরিদ আহমেদ মানিকের লোকজন বাঁধা প্রদান করে। চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, কৃষি জমি থেকে মাটি কাটতে হলে প্রশাসনের অনুমতি লাগে। কিন্তু বৃহস্পতিবার মিনি ড্রেজারটি দিয়ে মাটি না কাটার জন্য নিষেধ করা হয়েছিল। কিন্তু ড্রেজার মালিক প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাটি কাটা অব্যাহত রাখেন। এমন অভিযোগে ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিনটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ২:০৬)
  • ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১