চাঁদপুরে ফ্যানের দাম বেশি রাখায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা আদায়

শ্যামল সরকারঃ
চাঁদপুরে এইমর্মে ক্রেতা সাধারন অভিযোগ করেন যে  সম্প্রতি লোড শেডিং এর কারনে সারা দেশে কিছু অসাধু ব্যবসায়ী অযৌক্তিকভাবে চার্জার ফ্যানের দাম বাড়িয়ে বিক্রি করছে। এরই পরিপ্রেক্ষিতে
 ২৫ জুলাই সোমবার বাণিজ্য মন্ত্রণালয় ও  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক সার্বিক  নির্দেশনায় এবং জেলা প্রশাসক চাঁদপুর  সার্বিক সহযোগিতায় ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  নুর হোসেন এর নেতৃত্বে  চাঁদপুর সদরের কালীবাড়ি এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চার্জার ফ্যান বিক্রির অপরাধ প্রমাণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক আবির ইলেক্ট্রনিকসকে ১৫হাজার টাকাএবং নূর ইলেকট্রনিকসকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এছাড়াও ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে আরো ৩ টি প্রতিষ্ঠানকে একই আইনে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সর্বমোট  ৫টি প্রতিষ্ঠানকে ২৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
জনস্বার্থে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের  নিয়মত বাজার তদারকি অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান চাঁদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ৯:২৪)
  • ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০