রাউজানে ওমান প্রবাসী ফখরুল হত্যার চার বছর পর র‌্যাবের হাতে গ্রেপ্তার কালন মেম্বার

 

রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানের ওমান প্রবাসী ফখরুল ইসলাম হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মো. নজরুল ইসলাম ওরফে কালনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।সেই চিকদাইর ইউপি সাবেক মেম্বার।দীর্ঘদিন পলাতক ছিল।সোমবার সন্ধ্যায় উপজেলার চিকদাই ইউনিয়নের দক্ষিণ সর্ত্তা এলাকা থেকে র‌্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারের পর তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার নজরুল ওই এলাকার বাদশা মিয়ার ছেলে। র‌্যাব জানায়, গত ২০১৮ সালের ১৮ অক্টোবর ফখরুলের সাবেক স্ত্রী উম্মে হাবিবা ও তার মা রাশেদা আক্তার (ফখরুলের শ্বাশুড়ী) জবাই করে নিজেদের শরীরে ও বসতঘরে আগুন লাগিয়ে দেয়। তাদের চিৎকারে এগিয়ে যাওয়ার কথা জানালেও নজরুলকে সন্দেহজনক মনে হওয়ায় তদন্তে নামে পুলিশ। পরে সম্পৃক্ততা পাওয়ায় বিজ্ঞ আদালত মো. নজরুল ইসলাম ওরফে কালন (সাবেক মেম্বার) এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নিহত ফখরুল ইসলাম রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গহিরা মোবারকখীল এলাকার হালদার খান চৌধুরী বাড়ির তাজুল ইসলামের ছেলে।এ হত্যাকান্ডের শিকার ফখরুলের বড় ভাই বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামী করে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ফখরুল হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে র‌্যাব-৭ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। পরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, পরকীয়ার জের ধরে প্রবাসী ফখরুল ইসলামের সঙ্গে উম্মে হাবিবার বিবাহ বিচ্ছেদ হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (রাত ১২:৪৪)
  • ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০