হাইমচরে মেঘনা ড্রাইভ সড়কের সরকারি রাস্তার ইট তুলে বাড়ি ও দোকান নির্মাণের হিড়িক

 

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার ডিগ্রী কলেজ থেকে দক্ষিণে কমডেকা মাঠ পর্যন্ত সরকারি রাস্তা মেঘনা বাঁধ এর কোল ঘেষে মেঘনা ড্রাইভ নামে যে সড়ক নির্মাণ করা হয়েছে সেই সড়কের ইট তুলে বাড়ি ও দোকান নির্মাণ করছে স্থানীয় বাসিন্দা ও ভূমিদস্যু, সোবহান পাটোওয়ারী, ছেলে হান্নান পাটওয়ারী, বশির পাটওয়ারী, পিতাঃ হাবিব পাটোওয়ারী,রশিদ দেওয়ান,পিতা খলিল দেওয়ান,নাজির চৌকিদার পিতাঃ হালিম চৌকিদার সহ পার্শ্ববর্তী বাড়ির একাধিক বাসিন্দা।

ঘটনাস্থল পরিদর্শন করতে যান হাইমচর থানা ইঞ্জিনিয়ার সবুজ সুব্রত ও ওয়ার্ক এসিস্ট্যান্ট জাকির হোসেন সহ হাইমচর প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিততে দেখা যায় নাজির দেওয়ান রাস্তার ইট তুলে নিজ দোকান ও বাড়ির গোয়ালঘর এবং রান্নাঘর সহ বাড়ির মেরামতে করার কাজে ব্যবহার করছে।

এবিষয়ে থানা ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন ইট গুলো আমাদের রাস্তার,এবিষয়ে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (রাত ২:১২)
  • ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০