মোঃ হোসেন গাজী।।
আগামী ২৮ নভেম্বর চরভৈরবী ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ জুবায়ের শিমুল চোকদারের নৌকার সমর্থনে হাইমচর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ মাকসুদ আলম খানের নেতৃত্বে চরভৈরবী ইউনিয়নের বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে নৌকার ভোট চেয়ে প্রচার প্রচারনায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
২৬ নভেম্বর শনিবার বিকালে ২ নং ওয়ার্ডে নৌকার বিজয়ের লক্ষে ব্যাপক গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুনসুর পাটোয়ারী, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন গাজী, আব্দুল হক মোল্লা, উত্তর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল আলম, শরীফ হোসেন।