আল ইব্রাহিম,শ্রীমঙ্গল,প্রতিনিধি:
‘‘সকলের জন্য মর্যাদা,স্বাধীনতা এবং ন্যায় বিচার’’ সার্ক মানবাধিকার দিবস-২০২২ এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭৪তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে ।
শনিবার (১০ ডিসেম্বর)সকাল সারে ১০টায় শ্রীমঙ্গলে সাতগাঁও টাওয়ারের, হোটেল শ্রীমঙ্গল ইন এর হলরুমে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে ৭৪তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখার সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুল ইসলাম আশরাফী। এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মৎসজীবী লীগের সভাপতি আশিকুর রহমান আশিক, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সাংবাদিক মামুন আহমেদ,ঝলক দত্ত সহ প্রমুখ।
এর আগে মানবাধিকার দিবস ২০২২ উপলক্ষে শ্রীমঙ্গল বিভিন্ন সংগঠন এক সাথে শোভাযাত্রা বের করে।এবং শ্রীমঙ্গলে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আল ইব্রাহিম
শ্রীমঙ্গল,মৌলভীবাজার
মোবাইল:০১৬১৭৫০২২৩০