রাউজান প্রতিনিধি:
রাউজান নোয়াজিষপুরে এফ.এস টাওয়ার নাদিয়া কনভেনশন হলের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সকালে ফিতা কেটে এ টাওয়ার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য এম. সরোয়ার্দী সিকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, কাউন্সিলর কাজী মো. ইকবাল, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমদ চৌধুরী, আলহাজ নুরুচ্ছফা চৌধুরী, মোসলেম উদ্দিন চৌধুরী, নঈম খান, সুমন দে। শিক্ষক কাজী মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আহমদ ছগির, নজরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, তাজুল ইসলাম, শাহাদাত মনজুর হোসেন, ইউপি সদস্য তাজ উদ্দিন খাঁন সোলাইমান, শওকত উসমান চৌধুরী, ছাত্রলীগ নেতা কুতুব উদ্দিন সিকদারসহ অনেকে।মোনাজাত করেন মাওলানা ফরিদুল আলম।এরপরে এমপি ফজলে করিম চৌধুরী নোয়াজিষপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫শত নারী-পুরুষদের কম্বল বিতরণ করেন।