আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ জয়ের আনন্দে পিরোজপুরে আজমল হুদা নিঝুম এর আয়োজনে বিজয় মিছিল ও কেক কেটে উযাপন

 

পিরোজপুর প্রতিনিধি :

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ জয়ের আনন্দে পিরোজপুরে বিজয় মিছিল ও কেক কেটে উযাপন করেছে ফুটবল প্রেমীরা। মঙ্গলবার বিকেলে ফুটবলপ্রেমি আজমল হুদা নিঝুম এর আয়োজনে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের আনন্দে বিজয় মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় মুহুর মুহুর আর্জেন্টিনা ও মেসির স্লোগানে মুখরিত হয় পুরো শহর। দল মত নির্বিশেষে সর্বস্তরের ফুটবল প্রেমী কয়েক শতাধিক মানুষ আর্জেন্টিনার বিজয়কে উপভোগ করতে আনন্দ মিছিলে অংশগ্রহণ করে। মিছিল শেষে কেক কেটে বিজয় উদযাপন করা হয়।

এসময় মিছিলের আয়োজক আজমল হুদা নিঝুম জানান, পিরোজপুরের মানুষ ফুটবলপ্রেমী। বিশ্বকাপ ফুটবল আসলেই আমরা উৎসবে মেতে উঠি। আর্জেন্টিনার এ জয়কে স্বাগত জানিয়ে স্মরণীয় করে রাখতেই আমাদের এ বিজয় মিছিল ও কেক কেটে উদযাপন। সর্বস্তরের মানুষ মিছিলে অংশগ্রহণ করেছে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে শুভেচ্ছা জানাতে।

পিরোজপুর প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ২:২১)
  • ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১