রাউজানে প্রাণী সম্পদ অফিসের পেছনে ও ঢেউয়া পাড়া এলাকায় রাতের আধারে কৃষি জমি ও পানি চলাচলের পথ মাটি ভরাট

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের প্রাণী সম্পদ অফিসের পেছনে ও ঢেউয়া পাড়া এলাকায় রাতের আধারে কৃষি জমি ও পানি চলাচলের পথে মাটি ভরাট করে ভবন নির্মানের প্রচেষ্টা চলছে।সরকারের নির্দেশ অমান্য করে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের উপজেলা প্রাণী সম্পদ অফিসের পেছনে পৃথক পৃথক দুটি স্থানে কৃষি জমি ও পানি চলাচলের পথ রাতের আধারে পাহাড়ী এলাকা থেকে পাহাড় টিলা কাটা মাটি ড্রাম ট্রাক ভর্তি করে এনে ভরাট করা হয়েছে । এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের পশ্চিম রাউজান হরিশখান পাড়ার ওমান প্রবাসী মানিক প্রয়াত বিএনপি নেতা তসলিম উদ্দিন ও তার ভাইয়ের কাছ থেকে কৃষি জমি ক্রয় করেন। ওমান প্রবাসী মানিক কৃষি জমি ক্রয় করে ঐ জমি রাতের আধারে ভরাট করেছে। একই এলাকায় গহিরার অপর এক ব্যক্তি কৃষি জমি ক্রয় করে কৃষি জমি ও কৃষি জমির পাশ দিয়ে রাউজান ফকির হাট বাজার সহ এলাকার বাসিন্দাদের পানি চলাচলের পথ ভরাট করছে। এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, ওমানে আত্মগোপন থাকা রাউজানের শীর্ষ সন্ত্রাসী আজিজুল হকের সাথে ওমানে থেকে ব্যবসা করেন হরিশখান পাড়ার মানিক। মানিক রাউজানের কতিপয় ক্ষমতাশীন দলের নেতাদের টাকা দিয়ে কৃষি জমি ও পানি চলাচলের পথ মাটি দিয়ে ভরাট করছেন। রাউজান উপজেলা প্রাণী সম্পদ অফিসের পাশে মুন্সি বাড়ীর পেছনে কৃষি জমি ও পানি চলাচলের পথ মাটি ভরাট করে ভবন নির্মান করলে বর্ষার মৌসুমে ফকির হাট বাজার সহ এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়ে বাজারের ক্রেতা বিক্রেতা ও সাধারন মানুষের দুর্ভোগ পোহাতে হবে বলে এলাকার বাসিদ্ধারা অভিযোগ করেন। অপরদিকে রাউজান পৌরসভার জলিল নগর বাস ষ্টেশনের পুর্বে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের ঢেউয়া পাড়া এলাকায় সাহেব বিবি সড়কের পাশে কৃষি জমি ও পানি চলাচলের পথ রাতের আধারে মাটি ভরাট করে ভবন র্নিমানের পায়তারা করছে এক ব্যক্তি। এ ব্যাপারে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাতেই কৃষি জমিতে মাটি ভরাট করার সংবাদ পেয়ে মাটি ভরাট কাজ বন্ধ করা হয়েছে। কারা কৃষি জমি ও পানি চলাচলের পথ ভরাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ৬:১৭)
  • ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১