রাউজান পৌরসভার পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শাহিনা সুলতানা

 

রাউজান প্রতিনিধি:
রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সাথে সৌজন্য স্বাক্ষাত করে পৌসভার উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেছেন চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শাহিনা সুলতানা। গতকাল ২১ ডিসেম্বর বুধবার সকালে তিনি পৌর কার্যালয়ে আসলে মেয়র ফুলেল শুভেচ্ছা জানান। এসময় শাহিনা সুলতানা নান্দনিক পৌরসভা পরিদর্শন করে মেয়রের ভূয়সী প্রশংসা করে বলেন, অল্প সময়ে রুচীশীল আধুনিক পৌরসভা গঠনে মেয়র জমির উদ্দিন পারভেজ একজন সফল পৌরপিতা। তিনি পচনশীল ও অপচনশীল আর্বজনা রিসাইক্লিং প্রক্রিয় করণ পদ্ধতির মাধ্যমে পৌরসভাকে আয়বন্ধক ও পরিস্কার-পরিচ্ছন্ন নগরীতে পরিনত হয়েছে। জনবান্ধব প্রকল্প গ্রহনের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রার সুফল ভোগ করতে পারছে পৌরবাসী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভিনশ ২০৪১ বাস্তবায়নে সকল প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাজ করতে হবে এক সাথে। স্মার্ট বাংলাদেশ রূপান্তর করতে সরকার কাজ করছে। রাউজান পৌরসভার কর্মকান্ডের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রার যুগে পর্দাপন করতে পারবে আমার দৃঢ়বিশ্বাস। মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী নেতৃত্বে রাউজান এগিয়ে যাচ্ছে। তিনি বিশ্বাস করেন অসম্ভব বলতে কিছুই নেই। যেই কোন কাজ করতে লাগে উদ্যোগ। সাংসদের একজন কর্মী হিসাবে রাউজান পৌরসভার উন্নয়নে অসম্ভবকে সম্ভব করতে পেরেছি। পরে উপ পরিচালক শাহিনা সুলতান পৌরসভায় অবস্থিত বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা গণ পাঠাগার পরিদর্শন করতে গেলে মেয়র জমির উদ্দিন পারভেজ পবিত্র কোরআন শরীফ উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলার সহকারী কমশিনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, পৌর সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (দুপুর ১:৪২)
  • ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১