বর্ধিত ওয়ার্ডের জনগণের উন্নয়নের জন্য মেগা প্রকল্প নিয়ে আসবো- ডালিয়া 

শাহিনুর ইসলাম,
রংপুর থেকে:
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন, রংপুর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও বর্ধিত ওয়ার্ড গুলোতে গত ১০ বছরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিস্তৃত এলাকার বাসিন্দারা রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থাসহ নানা সেবা থেকেই বঞ্চিত। আমি বর্ধিত ওয়ার্ডের জনগণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ মেগা প্রকল্প নিয়ে আসবো।
শুক্রবার (২৩ ডিসেম্বর)  দুপুরে নগরীর ৩২ নাম্বার ওয়ার্ডের মীরগঞ্জ বাজারে গনসংযোগে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মেয়র প্রার্থী ডালিয়া বলেন, ভোট চাইতে গিয়ে আমি দেখেছি বর্ধিত ওয়ার্ডগুলোর জরাজীর্ণ অবস্থা।সিটি করপোরেশন হয়েও বর্ধিত ওয়ার্ডের জনগণের  কোনো উন্নয়ন হয়নি। তাই আমি নির্বাচিত হলে রংপুর সিটির পরিকল্পিত উন্নয়নের পাশাপাশি বর্ধিত ওয়ার্ড গুলোর জন্য মেগা প্রকল্প নিয়ে এসে তাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন  থেকে শুরু করে সিটির নাগরিক হিসেবে তাদের সকল সুযোগ -সুবিধা নিশ্চিত করবো।
গনসংযোগ কালে তাঁর সঙ্গে  উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম, তাজহাট থানা আওয়ামী লীগের সভাপতি ইমাদ মিয়া সহ স্থানীয় ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (বিকাল ৪:০২)
  • ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১