রাউজান প্রতিনিধি:
রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন,রাউজানের উন্নয়নে সকল জনসাধারণের পাশাপাশি সাংবাদিকরাও তার অংশীদার। রাউজানের উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নেওয়ার কাজে রাউজানের সাংবাদিকেরা ভূমিকা রেখেছেন। আশাকরি আগামী দিনেও রাউজানের উন্নয়নের স্বপক্ষে সাংবাদিকরা ইতিবাচক ভূমিকা রাখবেন। তিনি রাউজান প্রেসক্লাবের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে বলেন যে কোনো প্রয়োজনে সাংবাদিকদের পাশে থাকার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন৷ সোমবার (২৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর পাথরঘাটাস্থ সাংসদের বাসভবনে রাউজান প্রেসক্লাব দ্বিবার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন৷ এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ সভাপতি শাহেদুর রহমান মোরশেদ, সহ সভাপতি এম রমজান আলী, সহ সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, দপ্তর সম্পাদক আমীর হামজা, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংস্কৃতিক সম্পাদক যীশু সেন, মহিলা বিষয়ক সম্পাদিকা দিলু বড়ুয়া জয়িতা,সদস্য রায়হান ইসলাম, রতন বড়ুয়া প্রমুখ।