রাউজান (চট্টগ্রাম): প্রতিনিধি:
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ
প্রবাসী কোটায় তৃতীয় বারের মতো সিআইপি (কমার্শিয়াল ইম্পটেন্ট পার্সন) মর্যাদা অর্জন করায় রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের কৃতি সন্তান, চট্টগ্রাম সমিতি ওমানের কর্মকর্তা প্রবাসী মোহাম্মদ সামসুল আজিম আনসারকে সংবর্ধিত করেছে রাউজান প্রেস ক্লাব ও আলোকিত রাউজান পরিবার। গতকাল (২৭ ডিসেম্বর) সকালে সিআইপির গ্রামের বাড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে সিআইপি সামসুল আজিম আনসারকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রেস ক্লাব ও আলোকিত রাউজানের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে সামসুল আজিম আনসার বলেন, প্রবাসীদের জন্য সরকারের আন্তরিকতার কারণে বিশ্বপরিমণ্ডলে দেশের ভাবমূর্তি সমুজ্জল হয়েছে। পাশাপাশি প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ব্যাবসায়ীরা অতীতের যে কোনো সময়ের চাইতে বিনিয়োগে বেশী আগ্রহী হয়েছে।
তিনি আরো বলেন, বৈধ প্রক্রিয়ার রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজলভ্য হওয়ায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে গতি বেড়েছে। তিনি সংবর্ধিত করায় প্রেসক্লাব ও আলোকিত রাউজানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।