শেখ রাসেল সৃতি সংসদ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩

শ্যামল সরকার:

মতলব উত্তর বনাম হাজিগন্জ, মতলব দক্ষিণ বনাম মতলব উত্তর সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিতব্য শেখ রাসেল সৃতি সংসদ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে  তারা চাঁদপুর সদর, হাজিগন্জ, ফরিদগঞ্জ, ও হাইমচর উপজেলা একাদশ কে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এদিন উক্ত টুর্নামেন্টটি উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, সঞ্চালনায় ছিলেন টুর্নামেন্টের  উদ্যোক্তা জেলা স্বেচ্ছাসেবক লীগ, সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল, সভাপতিত্ব করেন সভাপতি ও প্যানেল মেয়র এড, হেলাল হোসেন। উল্লেখ্য জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে জেলার সবচাইতে বৃহৎ এই   শেখ রাসেল সৃতি সংসদ টুর্নামেন্টকে ঘিরে পুরাজেলায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। এতে চাঁদপুরের সচেতন মহল মনে করছেন এ ধরনের উদ্যোগ যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (দুপুর ১:০৬)
  • ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ