শহিদুল ইসলাম সুইট, সিংড়া (নাটোর) প্রতিনিধি ঃ
নাটোরের সিংড়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এ অভিযানের নেতৃত্ব দেন।
অভিযান সূত্রে জানা যায়, নাটোর-বগুড়া মহাসড়কের জায়গা দখল করে সিংড়া উপজেলার জামতলী হাট এলাকায় রাস্তার দুই পাশে শতাধিক অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় উপজেলা প্রশাসন স্থাপনা সরিয়ে নিতে সময় নির্ধারণ করে মাইকিং করে। এসময় ওই এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উপজেলা প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।