রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
রাউজানে ১২জন বীর মুক্তিযোদ্ধা পেছেন নবনির্মিত বীর নিবাস।বুধবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধন করার পর রাউজানে ১২জন বীর মুক্তিযোদ্ধার হাতে নব নির্মিত বীর নিবাসের চাবি তুলে দেয় উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম, যুব উন্নয়ন অফিসার শাহ ই জাহান। অনুষ্ঠানে রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম বলেন, রাউজানে ১ম পর্যায়ে ১২ জন মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস পাকা ঘর নির্মান করার পর তাদের পরিবারের মধ্যে চাবি তুলে দেওয়া হয়। ২য় পর্যায়ে আরো ৩৩টি বীর মুক্তিযোদ্ধাকে দেওয়া সরকারের পাকা ঘর নির্মান কাজ চলছে ।