চিলমারীতে বিশ্বের দীর্ঘযাত্রার প্রমোদতরি ‘গঙ্গা বিলাসের অবস্থা

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী নদী বন্দরে নোঙ্গর করেছেন, বিশ্বের দীর্ঘযাত্রার প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’। এটি নাব্যতা সংকটের কারনে চিলমারী বন্দরের তীরে এসে অবস্থান করতে পারছেনা, যার কারণে বন্দর এলাকায় ব্রহ্মপুত্রের বুকে অবস্থান করছেন। জানাযায়, বাহাদুর বাদ থেকে গত বুধবার বেলা ১২ টায় চিলমারীর উদ্দেশ্যে বের হয় গঙ্গা বিলাস ৪.১০ মিনিটে নঙ্গর করেন, চিলমারী নদী বন্দর এলাকায়। বৃহস্পতিবার সকাল ৭ টায় পর্যটকগন গঙ্গা বিলাস থেকে স্পিডবোডে মাধ্যমে চিলমারী নদী বন্দর রমনা ঘাটে এসে পৌঁছান। সেখান থেকে কিছু সময় নদের সৌন্দর্য উপভোগ করেন। এ সময় জেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রেভিনিউ উত্তম কুমার, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুজ্জামান শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম প্রমুখ। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রমোদতরির বিদেশী পর্যটকরা রংপুর অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখবেন। দর্শনীয় স্থান পরিদর্শন শেষে তারা আবার ও চিলমারী গঙ্গা বিলাসে রাত্রি যাপন করবেন। এবং শুক্রবার সকালে চিলমারী থেকে ভারতের ধুবরির উদ্দেশ্যে রওনা করবেন গঙ্গা বিলাস।
বিআইডব্লিউটিএ কতৃপক্ষ সূত্রে জানা গেছে, ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত নদীপথে মোট ৩ হাজার ২০০ কিলোমিটার পাড়ি দিবে বিশ্বের সবচেয়ে দীর্ঘযাত্রার প্রমোদতরি গঙ্গা বিলাস। তিনটি ডেকসহ এমভি গঙ্গা বিলাস দৈর্ঘ্যে ৬২ মিটার লম্বা ও প্রস্থে ১২ মিটার। এর ২৮টি বিলাসবহুল কামরায় সুইজারল্যান্ডের ২৭ জন ও জার্মানির ১ জন ভ্রমণ করছেন। এ যাত্রাপথে সময় লাগবে ৫১ দিন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র দই খাওয়া-চিলমারী নৌরুটের প্রধান পাইলট মোঃ মাহবুবুর রহমান বলেন, প্রটোকল রুটের নাব্য রক্ষাসহ বন্দর কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি গ্রহণ করছেন। চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, গঙ্গা বিলাস যাত্রারত পর্যটকদের ইতি মধ্যে প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং আমাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ৮:৫০)
  • ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১