আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার গভীর শ্রদ্ধাঞ্জলি

 

প্রেস বিজ্ঞপ্তি:
মহান ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেছে পেশাদার সাংবাদিকগণের সমন্বয়ে গঠিত রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)কক্সবাজার জেলা শাখা।সালাম-বরকত-রফিক-শফিক জব্বার-শফিউলদের আত্মত্যাগের কথা ভুলে যাননি কেউ।

২১ শে ফেব্রুয়ারি কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে সকল শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি কৃতজ্ঞ চিত্তে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন, রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) কক্সবাজার জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ- সভাপতি পূণ্যবর্ধন বড়ুয়া, সাধারণ সম্পাদক এম রমজান, বীচ টিভির সম্পাদক ও প্রকাশক মোঃ সোহেল, সাংবাদিক একরাম, ও মোঃ সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) কক্সবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুর রাজ্জাক বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি প্রত্যেক জীবিত ও শহীদ ভাষা সৈনিকদের। তাঁদের জন্যই আজ মনের ভাব প্রকাশ করতে পারছি মায়ের ভাষায়। মায়ের ভাষা আর ভালোবাসায় জড়িয়ে থাকুক বাংলাদেশের প্রত্যেকটি মানুষ।

তিনি আরো বলেন, আমি বাংলায় কথা বলি, আমি একজন গর্বিত বাঙালি। মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের প্রতি অতল, অবনত, বিনম্র শ্রদ্ধা জানাই। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আমি গর্বিত আমার ভাষা বাংলা বলে। রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) কক্সবাজার জেলা শাখার পেশাদারিত্বকে সমুন্নত রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কার্যক্রম প্রচার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৪:৫৭)
  • ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১