সুজন পোদ্দার,কচুয়া:
“পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে কচুয়ায় পরিসংখ্যান দিবস উদ্যাপিত হয়েছে।
সোমবার উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে পরিষদ পাঙ্গনে র্যালির শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো.ইবনে আল জাহিদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান অফিসার মো.জয়নুল আবেদীনের পরিচালনায় বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো.জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার মো.আলী আশ্রাফ খান,উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহবুব-উল-আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.রাকিবুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পরিসংখ্যান অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।