ক্রীড়া ডেস্ক:২৭ফেব্রুয়ারি
আন্তর্জাতিক কারাতে রেফারি মরহম হুমায়ুন কবির জুয়েল স্মরণে ”জুয়েল স্মৃতি ১ম কারাতে প্রতিযোগিতা”গত২৪ ফেব্রুয়ারি শুক্রবার “সোতোকান কারাতে স্কুল চট্টগ্রাম” এর উদ্যোগে নগরির পাহাড়তলী হাজী ক্যাম্প সোতোকান কারাতে স্কুল চট্টগ্রাম এর প্রধান প্রশিক্ষণ স্থানে এম সালাউদ্দিন খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ( কাজল ) এর পরিচালনায় সকালে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে মরহুম জুয়েল এর মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কারাতে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন সোতোকান কারাতে স্কুল চট্টগ্রাম এর উপদেষ্টা দুদু মিয়া।
আপডেট টাইম : সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১৭০ বার পঠিত