স্টাফ রিপোর্টার, চাঁদপুর ঃ চাঁদপুরের বড় স্টেশন মোল হেডে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপি পিঠা উৎসব। মঙ্গলবার চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বসন্ত ও এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আসিটি) বশির আহমেদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহা।
অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করে চা্ঁদপুরের বিভিন্ন সংগঠনের শিল্পী।
বিজয়ী নারী উন্নয়ন সংস্থা ও আলোকিত নারী সংগঠনের নারীর প্রায় শতাধিক আইটেমের নানারকম পিঠা নিয়ে পিঠা উৎসবে অংশ নেয়।