মোঃ মুছা তপদার, চাঁদপুর:
পবিত্র মাহে রমজানে অসহায় -সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করেন চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত সানি।
৫ মার্চ বুধবার দুপুর ৩ টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার বিতরণ কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
ইফতার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসেন, ফরিদা ইলিয়াছ, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ বি এম রেজওয়ান, পৌর ছাত্রলীগের আহবায়ক ইউসুফ গাজী মুন্না, যুগ্ম-আহ্বায়ক মো. আরিফুল ইসলামসহ চাঁদপুর জেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় প্রায় ১৭ শ’ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।