মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক সেবনের অপরাধে ইমতিয়াজ উদ্দিন পিয়াস (২৩) নামে এক যুবক কে তিন মাসের সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। বৃহস্পতিবার দুপুর ১২টায় তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।
আটক ইমতিয়াজ উদ্দিন পিয়াস পৌর শহরের
দক্ষিন সুজাপুর গ্রামের আবুল কালাম আজাদ এর
ছেলে।
বুধবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় পৌর শহরের স্টেশন পাড়া এলাকা থেকে মাদক সেবনের সময় তাকে হাতেনাতে আটক করে এই সাজা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের স্টেশন পাড়া এলাকার পোষ্ট অফিস সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে মাদক সেবনের সময় ইমতিয়াজ উদ্দিন পিয়াস কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ইয়াবা ট্যাবলেট সহ মাদক সেবনের সরঞ্জাম জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এধরনে অভিযান অব্যাহত থাকবে।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইলঃ ০১৭৭০০৭০১১১