কুড়িগ্রামের চিলমারীতে ব্রক্ষপুত্র নদে ডুবে একব্যক্তির মৃত্যু হয়েছে। এলাকাবাসী সুত্রে যানাযায় শুক্রবার (৭ই এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের সরকার পাড়া (কালিকুড়া) এলাকার মোঃ আঃ গাফফার আলীর নাতী মোঃ গহুর বাদশা(২২) আজ সকালে মুঠজাল (ঝাঁকিজাল) দিয়ে মাছ ধরার জন্য ব্রক্ষপুত্র নদে যায়। মাছ ধরা অবস্থায় হঠাৎ করে সে পানির নিচে ডুবে যায় বলে জানা গেছে। এলাকাবাসী মোঃ নুর আমীন, মোঃ জাকির হোসেন ও মোঃ আল আমিন বলেন, আমরা শুনেছি গহুর বাদশা সকালে মাছ ধরার জন্য নদীতে যায়, হঠাৎ করে সে নাকি মাছ ধরার সময় পানিতে ডুবে যায়। অন্য মাছ শিকারীরা তাকে পাওয়ার জন্য অনেক খোজা-খুজি করে তাকে পায়নি। পরে চিলমারী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘটনা স্থল পরিদর্শন করেন ও তাদের ডুবুরি দল না থাকায় তারা রংপুর বিভাগীয় ডুবুরি দলকে নিয়ে আসেন এবং অনেক খোঁজার পর বিকাল ৪.২০ মিনিটের দিকে তাকে খুঁজে পায়। পরে মৃত্যু ব্যক্তিকে তার পরিবারের নিকট জমা দেন।
মোঃ হাবিবুর রহমান।
চিলমারী, কুড়িগ্রাম।