জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আলম মিয়া (৪০) নামে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে।
৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-শেরপুর মহাসড়কে গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া এলাকায় ওই ঘটনা ঘটে।
আলম চিথলিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এবং ৩ সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় একটি মার্কেটিং কোম্পানীর পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করত আলম।
বৃহস্পতিবার বিকেলে পিকআপ দিয়ে কোম্পানীর পণ্য সরবরাহ করে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক আলম ও হেলপার সজিব মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পথিমধ্যে আলম মারা যায়।
সজিব বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান পরিবারের ইচ্ছা না থাকায় আলমের মরদেহ উদ্ধার করে ময়নাদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই বিষয়ে নকলা থানায় মামলা হয়েছে। পুলিশ বাসের চালককে আটকের চেষ্টা করছে।