নিউজ ডেস্ক:
তাপমাত্রার পারদ যেন কমছেই না। গত তিনদিন ধরে সবোর্চ্চ তাপমাত্রা বেড়ে চলছে। এর মধ্যে পহেলা বৈশাখের পর থেকে ঈদের আগ পর্যন্ত বাংলাদেশের ১০ জেলার উপর দিয়ে তাপমাত্রা পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। আগামী ১৫ থেকে ২১ এপ্রিলের মধ্যে তাপমাত্রার বৃদ্ধির এই আশাঙ্কার কথা জানান তিনি।
ইউরোপিয়ান ও আমেরিকান মডেল বিশ্লেষণ করে ভোরের কাগজকে মোস্তফা কামাল পলাশ বলেন, এপ্রিলের ১৫ তারিখ থেকে ২১পর্যন্ত মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, মাগুরা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা,চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তউঠার সম্ভাবনা নির্দেশ করেছে সকল আবহাওয়া পূর্বাভাস মডেল।
ভোরের কাগজ