চট্টগ্রাম বোয়ালখালীতে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে , ঘটনাস্থলেই চালকসহ নিহত ৫

ডেস্ক নিউজ:১৩এপ্রিল
নেত্রকোণা থেকে চট্টগ্রামের মাজার জেয়ারতে আসা বাসের ধাক্কায় ঝরলো ৫টি তাজা প্রাণ।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ৯ টার দিকে বোয়ালখালী উপজেলার রায়খালী আরাকান সড়কে লোকাল সিএনজির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সকাল পৌনে ৯টার দিকে বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল এবং হাসপতালে নেওয়ার পর সকাল সাড়ে ১০টা নাগাদ মোট ৫জন মারা গেছেন।

নিহতরা সবাই চট্টগ্রামের স্থানীয় হলেও তাৎক্ষনিকভাবে আহত ও নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ পরবর্তী আইনী পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।

দুর্ঘটনাস্থলে আসা স্থানীয়রা জানান, বাসটি রং সাইডে ছিল। কয়েকদিন আগে বাসের যাত্রীরা নেত্রকোণা থেকে আকুবদণ্ডির হাওলা দরবারে এসেছিল। আজ সকালে তারা নেত্রকোণা ফিরে যাচ্ছিলেন।

নিহতদের মাঝে নারীও রয়েছেন। দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিক্সাটি কেটে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের বের করে আনেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ১১:৪০)
  • ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১