তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর সদর দলিল লেখক সমিতির সিনিয়র প্রবীণ মুহরি লোকমান হোসেন ইন্তেকাল করেছেন। শুক্রবার(১৪ এপ্রিল) সকালে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। এতে করে তার মৃত্যুতে এলাকাজুড়ে ও দলিল লেখক সমিতির সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ করে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। এতে করে স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার আগেই বাড়িতে মৃত্যু বরণ করেন তিনি। নিহত লোকমান হোসেন দীর্ঘদিন ধরে তানোর সদর রেজিস্ট্রি অফিসে দলিল লেখকের কাজ করে আসছিলো। নিহত দলিল লেখক মুহরি লোকমান হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন তানোর দলিল লেখক সমিতির সদস্যরা। সেই সাথে তানোর দলিল লেখক সমিতির পক্ষ থেকে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ জানানো হয়।
সারোয়ার হোসেন
১৪ এপ্রিল /২০২৩ইং
০১৭৬০-৮৫৭৯৮৮