মোশারফ হোসেন ফারুক মৃধাঃ
ফরিদগঞ্জ নয়ারহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে গাউছিয়া শাখা কমিটির উদ্যোগে ইফতার দোওয়া অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল (মঙ্গলবার) বিকালে নয়ারহাট বাজার পূর্ব মাথায় কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে
ফরিদগঞ্জ উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি আবুল কালাম আজাদ’র সভাপ্রধানে ও ভাটিয়াল পুর দরবার শরীফ ও জামে মসজিদের খতিব, এবং ফরিদগঞ্জ উপজেলা গাউছিয়া কমিটির সহ-সভাপতি মজিবুল হক আনসারী র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা গাউছিয়া কমিটির উপদেষ্টা ও ৯ নং উত্তর গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম শেখ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরপাড়া মোহাম্মদিয়া তৈয়বিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সাবেক সুপারেন্ট জাহাঙ্গীর আলম আল কাদেরী, সহ সুপার মোঃ হাবিব উল্লাহ, উপজেলা গাউছিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা খোরশেদ আলম আল কাদেরী প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মনু ভূঁইয়া, এমপি প্রার্থী মতিউর রহমান নিজামী সাহেব, আবদুর রব মাস্টার, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা মোশারফ হোসেন, নয়ারহাট গাউছিয়া কমিটির সভাপতি মোস্তফা কামাল, মাওলানা মহিবুল্লাহ, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মোঃ শরীফ হোসেন সহ অন্যান্য ওলামায়ে কেরাম গন। দোওয়া পরিচালনা করেন, নয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইসমাইল হোসেন। মোনাজাতের মাধ্যমে এলাকার বালা মুসিবত হইতে মুক্তি, কবরবাসী গনের আত্মার মাগফেরাত কামনা, গাউছিয়া কমিটির নেতৃবৃন্দের জন্য ও প্রবাসীদের জন্য দোয়া কামনা করা হয়। ইফতার বিতরনের মাধ্যমে অনুষ্টান সমাপ্ত করা হয়।