শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের মহেন্দ্রনগর রেলস্টেশনে ট্রেন লাইনচ্যুত হয়ে লালমনিরহাটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর রেলস্টেশনের ১০০ মিটার দূরে লালমনি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়। যাত্রীবাহী ট্রেনটি রংপুর থেকে সকাল ১১টায় লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসে।
জানা যায়, ট্রেনটি মহেন্দ্রনগর স্টেশনের কাছাকাছি আসলে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় যাত্রী আহত না হলেও রেললাইন বাঁকা হয়ে পরে ও ট্রেনের দরজা ভেঙে যায়।
লালমনিরহাট রেলওয়ের সহকারী পরিবহন অফিসার ফারুকুল ইসলাম ট্রেন লাইনচ্যুতের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেন নিয়ে আসা হয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। খুব দ্রুত আমরা উদ্ধার করতে সক্ষম হব। এবং সারাদেশের রেলযোগাযোগ পুনরায় চালু হবে।