স্টাফ রিপোটার ।। কচুয়া অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটির আয়োজনে
ঈদ পূর্নমিলনী ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮শে এপ্রিল’২৩ খ্রিঃ (শুক্রবার) সকাল ১১ টায় কচুয়া বিশ্ব রোডস্থ রাজমহল চাইনিজ রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঈদ পুনর্মিলনী ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ ইমান হোসাইন এর সভাপতিত্বে ও সাংবাদিক হারুন আল রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিডি কারেন্ট নিউজ টুয়েন্টিফোর ডট কম’র সম্পাদক প্রভাষক ডাঃ শেখ মহসিন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক,
গ্রীন বাংলা নিউজের সম্পাদক মোঃ আশিকুর রহমান খান।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জনতার চাঁদপুর ডট কম’র সম্পাদক গিয়াস উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সম্পাদক আলমগীর বাবু, কচুয়া অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাজার কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বাটা, জেলা অনলাইন প্রেসক্লাবের সদস্য ও পাঠক সংবাদ এর প্রধান সম্পাদক আব্দুল হাই, গ্রীন বাংলা নিউজের নির্বাহী সম্পাদক ও জেলা অনলাইন প্রেসক্লাবের সদস্য মিয়া মোহাম্মদ মামুন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া অনলাইন প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক তারেক সামছ মিঠু, সদস্য সচিব মোঃ হারুন আল রশিদ,নির্বাহী সদস্য আসিফ ইসলাম নিরব, মানিক তালুকদার, রাজিব সরকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্তব্যরত সাংবাদিকবৃন্দ।