মোহাম্মদীয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

 

রাউজান প্রতিনিধি:
রাউজানের ১২ নং উরকিরচর ইউনিয়নে মোহাম্মদীয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরীর বিরুদ্ধে মাদ্রাসার দু’শিক্ষককের নাম দিয়ে ৪ লাখ ১০ হাজার ৫শত ৩৪ টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছর আগে মাদ্রাসার পরিচালনা কমিটির সাবেক সভাপতি মরহুম এস এম ইউসুফ দুর্নীতি দমন কমিশন বরাবরে অ়ভিযোগ করেন। দায়ের করা অভিযোগ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম জেলা প্রসাশকের কাছে প্রেরক করেন । চট্টগ্রাম জেলা প্রশাসক অভিযোগটি তদন্ত পুর্বক প্রতিবদেন প্রদান করার জন্য তৎকালীন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের কাছে প্রেরন করেন। তৎকালীন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বিষয়টি তদন্তের জন্য তৎকালীন রাউজান উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জমান চৌধুরীকে দায়িত্ব প্রদান করেন। তদন্ত প্রতিবেদনটি এখনো দুর্নীত দমন কমিশনের কাছে পাঠানো হয়নি বলে অভিযোগ করেন মাদ্রাসা পরিচালনা কমিটির বর্তমান সভাপতি নুরুল আবছার মিয়া। এ প্রসঙ্গে এতিমখানার সভাপতি আলহাজ্ব ছগির আহম্মদ বলেন, মাদ্রাসার দু’শিক্ষকের নাম দিয়ে আত্মসাৎ করা টাকা ছাড়াও মাদ্রাসা ও এতিমখানার টাকাও আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী মাদ্রাসা ও এতিমখানার নাম দিয়ে দেশের বিভিন্ন এলাকাসহ মধ্যপাচ্যে গিয়ে বিপুল পরিমান টাকা চাঁদা তুলে আত্মসাৎ করে।এই প্রসঙ্গে অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরীর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমার আব্বা আল্লামা আবদুল মালেক (র:)এর অসিয়ত মতে আমি ট্রাস্ট গঠন করে। ঐ ট্রাস্ট্রের আওতায় উরকিরচরে মুহিব্বানে আলা হযরত মহিলা এতিম হেফজখানা চালু করেছি । ট্রাস্ট্রের অর্থায়নে এতিম মহিলা শিশু শিক্ষার্থীদের বিনা বেতনে লেখাপড়া ও খাবার প্রদান করে আসছি । হেফজখানার লেখাপড়া শেষ হলে তাদেরকে মাদ্রাসায় ট্রাস্টের অর্থায়নে লেখাপড়া করানো হবে । এই ট্রাস্ট্রের অর্থায়েনে এতিম মহিলাদের লেখপাড়া শেষ হলে তাদের বিয়ের ব্যবস্থা করা হবে। এতিম শিক্ষার্থীদের কাছ থেকে কোন টাকা নেওয়া হয়না। মাদ্রাসার টাকা আত্মসাৎ করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সাবেক সভাপতি মরহুম এস এম ইউসুফ অভিযোগ দায়ের করার পর উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেলসহ মাদ্রাসা পরিচালনা কমিটির তৎকালীন সভাপতি এস এম ইউসুফ সহ সদস্যদের নিয়ে বেঠক হয়। বৈঠকে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, উরকিরচর মোহামদীয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরীর বিরুদ্ধে অনিয়ম অর্থ আত্মসাৎ করার অভিযোগ শুনেছি । আমার কাছে কেউ লিখিত ভাবে অভিযোগ করেনি । লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (সকাল ৯:৫৩)
  • ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১