নিজস্ব প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাকিম গাজীর পরিবারের পাশে এসে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
বৃহস্পতিবার ১৮ মে বিকাল সাড়ে ৪টায় আশিকাটি ইউনিয়নের পূর্ব হোসেনপুর গ্রামে (আশিকাটি চাঁদখার বাজারস্থ) গাজী বাড়িতে এসে প্রথমে নিহত আ. হাকিম গাজীর কবর জিয়ারত ও তার পবিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তার স্ত্রীর হাতে আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়াও তিনি সব সময় তার পরিবারকে সার্বিক সহযোগিতা করে যাবেন। এসময় নিহত আঃ হাকিম গাজী পিতা মোঃ জয়নাল গাজীসহ তার পবিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য. গত ১ মে সোমবার রাতে মতলব উত্তরের ছেংগারচর বাজারে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চাঁদপুর স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৪ মে সকাল সোয়া ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এসময় উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক মাহবুবুর রহমান সেলিম, আশিকাটি ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন খান।