ঠাকুরগাঁওয়ে পুলিশের আয়োজনে চক্ষু ক্যাম্প এর উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে অসহায় ও দুস্থদের চিকিৎসায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ লাইন্স ড্রিল শেডে এ ক্যাম্পে জেলা পুলিশের আয়োজনে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশনের পরিচালক একেএম ফিরোজ আলম সাইফুল্লাহ, অফিসার লজিস্টিক এন্ড হসপিটালিটি সার্ভিস মাসুক মেহবুব, মেডিকেল অফিসার ডা. মুসফিকুর আলমসহ অন্যান্যরা।

এ সময় পুলিশ সুপার জানান সেবার মধ্যে চোখ পরীক্ষা, দৃষ্টি শক্তিসহ অন্যান্য পরীক্ষা। যে সকল রোগীদের চশমা বা প্রাথমিক চিকিৎসা প্রয়োজন তাদের ক্যাম্পেই চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও যে সকল রোগীর চোখের ছানি বা অন্যান্য অপারেশন প্রয়োজন তাদের দীপ আই কেয়ার ফাইন্ডেশনের পক্ষ থেকে নিজস্ব গাড়িতে
রংপুরে নেওয়া হবে এবং সেখানেই বিনামূল্যে অপারেশন শেষে আবার ঠাকুরগাঁওয়ে পৌঁছে দেওয়া হবে।

এই চক্ষু ক্যাম্পে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ৭০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়।

জয় মহন্ত অলক
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ৪:০৪)
  • ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি
  • ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১