রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
ঔষধ প্রশাসন অধিদপ্তরের জনসচেতনতামূলক এক সভায় রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ প্রধান অতিথির বক্তব্যে ফার্মেসী মালিকদের উদেশ্যে বলেছেন, নকল ও মেয়াদোর্ত্তীর্ণ ঔষধ বিক্রি করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। অভিযোগ আছে অনেকেই অধিক মুনাফার আশায় নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। মনে রাখতে হবে মানুষের জীবন বাচঁতে সঠিক ডাক্তার ও ঔষধ কোম্পানী গুলো মান সম্মত ঔষধ তৈরী করছে। ঔষধ ব্যবসায়ীরা নকল ও ভেজাল ঔষধ প্রদান কোন মতে কাম্য নয়। তিনি বলেন, এন্টিবায়োটিক ঔষধ ব্যবহারে সর্তক অবলম্বন করতে হবে। যখন তখন এন্টিবায়োটিক ঔষধ ব্যবহার মানব দেহের জন্য অত্যান্ত ক্ষতিকর। গতকাল ৮ জুন বৃহস্পতিবার রাউজান পৌরসভা মিলানায়তনে এই সভায় সভাপতিত্ব করেন রাউজান রাউজান ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি তসলিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের সহকারি পরিচালক এস এম সুলতানুল আরেফিন। সাধারণ সম্পাদক ডা. প্রসূন কান্তি দাশ গুপ্ত দোলনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাগর শীল, লক্ষি কান্ত চৌধুরী, সমীর শীল, কাঞ্চন চৌধুরী, শফিকুল ইসলাম, জয়দেব সেন, মাওলানা ইয়াছিন, শীতল শীল, মৃদুল দাশ, উদয়ন বড়ুয়া, টিংকু চৌধুরী, মনোজ চৌধুরী, বিকাশ চন্দ্র দাশ, শ্যামল দাশ গুপ্ত, মোঃআজম, মোঃ এয়াকুব,দিবালোক দাশ প্রমুখ।