মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিশিষ্ট চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ কাইয়ুম (৯৫) ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি পৌর শহরের পুর্বগৌরী পাড়া (থানাপাড়া) গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (১৩জুন) সকাল পৌনে ৯টায় ঢাকার ‘এভার কেয়ার হাসপাতালে ‘চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও সাত কন্যা সন্তান রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ কাইয়ুম, ১৯৬৪ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর ১৯৬৬ সালে রাজশাহী মেডিকেলে প্রথম কর্মজীবন শুরু করেন। ১৯৬৭ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। এরপর তাঁর বাবার পরামর্শে সরকারি চাকরি ছেড়ে তিনি নিজ এলাকা ফুলবাড়ীতে চিকিৎসা সেবা শুরু করেন।
বিশিষ্ট এই চিকিৎসকের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধিসমাজ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন সহ শোক প্রকাশ করেছেন।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
মোবাইল: ০১৭৭০০৭০১১১