শুধু খেলাধুলা করলেই চলবেনা, ঠিকঠাক মতো পড়ালেখাও করতে হবে………মুহাম্মদ শফিকুর রহমান এমপি 

 


মোশারফ হোসেন ফারুক মৃধা:

খেলা মানুষের মন এবং শরীরকে সুস্থ রাখে, ফুটবল অসম্ভব একটি আনন্দের খেলা৷ শুধু খেলাধুলা করলেই চলবেনা, ঠিকঠাক মতো পড়ালেখাও করতে হবে। বঙ্গবন্ধুর নামে এই টুর্নামেন্ট বঙ্গবন্ধুকে জানার জন্য, স্বাধীনতাকে জানার জন্য এবং দেশকে জানার জন্য। যে স্বাধীনতার ইতিহাস জানবে না সে দেশকে ভালোবাসতে জানবে না৷ আমাদের দেশের এ মাটি শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তে ভেজা মাটি। মাটির মূল্যায়ন আমাদের করতে হবে। আমাদের সৌভাগ্য যে আমাদের নেত্রী দেশ রত্ন  মাননীয় প্রধান মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আগামীতেও এগিয়ে যাবে।

ফরিদগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনুর্ধ্ব – ১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান।

বুধবার (১৪ জুন) বিকালে ফরিদগঞ্জ উপজেলা পর্বের ফাইনাল খেলা পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আজিজুর নাহার’র সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমীর কাজল, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ, ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শরীফ হোসেন খাঁন, ১১ নং চরদুখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলাউদ্দিন ভূঁইয়া সহ অন্যান্যরা।

উপজেলা পর্বের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ‘ফরিদগঞ্জ পৌরসভা একাদশ’ বনাম  ‘৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদ একাদশ’। ত্রিশ মিনিট করে ষাট মিনিটের খেলার প্রথমার্ধে একটি গোল করে এক-শূন্য গোল ব্যবধানে এগিয়ে যায় পৌরসভা। খেলার দ্বিতীয় আর্ধে পর পর দুই দুইটি গোল করে দুই-এক গোল ব্যবধানে ম্যাচে জয় লাভ করে ফরিদগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হয় ‘৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন একাদশ’৷ ফাইনাল খেলার পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন, রানস-আপ ও কয়েকটি ক্যাটাগরিতে সেরা খেলোয়াড় এবং তিনটি খেলার ভ্যানুতে খেলা আয়োজনে সহযোগীদেরকে পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (সন্ধ্যা ৬:৩৯)
  • ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি
  • ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১