ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার তেঁতুলিয়া গ্রামের আব্দুর রশিদ খন্দকার এর ছেলে সাজু খন্দকার জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী পৌর এলাকার তেঁতুলিয়া গ্রামে নিজ বাড়ীতে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাজু খন্দকার,তিনি প্রতিপক্ষ স্বজন পুকুর গ্রামের মৃত মোসলেম উদ্দীনরে ছেলে শাহানুর আলম সানু (৪০) এর বিরুদ্ধে অভিযোগ করে বলেন,আমি মধ্যস্থতা হয়ে সাহাবাজপুর মৌজার ২৯৭ নং দাগের ৭৪ শতক জমি শাহাদুল ইসলাম চান্দু, লোকমান হোসেন ও শাহানুর আলম সানু কে ক্রয় করিয়া দেই। যাহার দলিল নং-৭৬২,২০২৩ইং। তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, মধ্যস্থতা হয়ে তিন জনকে ঐ দাগের জমি ক্রয় করে দেওয়ারপর প্রতিপক্ষ শাহানুর রহমান সানু ঐ জমি ফেরত দেওয়ার কথা বলেন। জমি ফেরত না দেওয়া হলে আমাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন। আমি জীবনের নিরাপত্তা চেয়ে গত (১০ জুন ) ফুলবাড়ী থানায় শাহানুর আলম সানু (৪০)সহ তিনজন কে অভিযুক্ত করে একটি সাধাণ ডাইরী দায়ের করি। যাহার জিডি নং-৪৯৩। আমরা বর্তমানে নিরাপত্তা হিনতায় ভুগছি। সংবাদ সম্মেলনে আরও বলেন,একই জমিকে কেন্দ্র করে এর আগে লোকমান হোসেন এর ছেলে আশরাফুল আলম কে মারপিট করলে ওই ৩ জনের বিরুদ্ধে গত (১০মে) ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১১, ধারা-৩২৫,৩৪১,৩২৩ ও ৩০৭ দ:বি:। জিআর মামলা ৭৫/২৩। একই ভাবে পূর্ব রামচন্দ্রপুর গ্রামের শাহাদুল ইসলাম চান্দু গত (২১মে) ওই ৩ জনের বিরুদ্ধে আরও একটি সাধারণ ডাইরী দায়ের করেন। যাহার নং-১১২৪। এসময় সংবাদ সম্মেলনে ওই ভূক্তভূগীরা উপস্থিত থেকে জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল ০১৭৭০০৭০১১১