রাজনৈতিক দলে এক তৃতীয়াংশ নারী সদস্যদের রাখার দাবিতে পিরোজপুরে রূপান্তরের মানববন্ধন

 

পিরোজপুর প্রতিনিধি:
দেশের সকল রাজনৈতিক দলে এক তৃতীয়াংশ নারী সদস্যদের রাখার দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে বেসরকারি সংস্থা রূপান্তর। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ মিনার সড়কে বেসরকারি সংস্থা রূপান্তর এর আয়োজনে এ মানববন্ধন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে নেছারাবাদ উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান এর সভাপতিত্বে জেলার মহিলা জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও’র নেতৃবৃন্দ অংশ নেয়।

মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ এর পিরোজপুর শাখার ভঅরপ্রাপ্ত সভাপতি মাতোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, উদীচি শিল্পী গোষ্ঠির আহবায়ক খালিদ আবু, পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না পিরোজপুর পৌরসভার কাউন্সিলর আব্দুস সালাম বাতেন সহ বিভিন্ন উপজেলা থেকে আগত মহিলা জনপ্রতিনিধিরা বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, নির্বাচন কমিশনের শর্ত অনুসারে সকল রাজনৈতিক সংগঠনে ৩৩ শতাংশ নারী সদস্য রাখতে হবে। কিন্তু কোন রাজনৈতিক দলই এ শর্ত পূরণ করেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য সকল নির্বাচনে শুধু সংরক্ষিত আসনে নয় সাধারণ আসনে কমপক্ষে ৩৩ শতাংশ মনোনয়ন নারীদের দিতে হবে। ২০২৫ সালের আগে সকল রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীদের অংশগ্রহন নিশ্চিতের দাবি জানান বক্তারা।

পিরোজপুর প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (সকাল ৯:৩১)
  • ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই জিলকদ, ১৪৪৫ হিজরি
  • ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১