বোরহান উদ্দিন :গত ১৭ই জুন, ২০২৩ ইং তারিখ রোজ শুক্রবারে নগরীর জামালখানস্থ চট্টগ্রাম সিনিয়র্স ক্লাব লিমিটেড এ উৎসব মূখর পরিবেশে “মিট দ্যা লিওস” সম্পন্ন হয়। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিপল ভাইস কাউন্সিল চেয়ারপার্সন ও সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর ইলেক্ট লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী,২য় ভাইস জেলা গভর্নর ইলেক্ট লায়ন মোসলেউদ্দিন আহমেদ অপু,প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে লায়ন এম.এ.মালেক,লায়ন রুপম কিশোর বড়ুয়া,লায়ন রফিক আহমেদ, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন সিরাজুল হক আনসারী ও লায়ন কামরুন মালেক।
উক্ত অনুষ্ঠানে জেলা গভর্নর ইলেক্ট লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী আগামি বছরের, লায়ন্স জেলা ৩১৫-বি৪-এর যুব সংগঠন লিও জেলা পরিষদ এর কমিটির লিও ক্লাব চেয়ারম্যান লায়ন নবিউল হক সুমন,লিও ক্লাব ইয়ুথ এক্সচেঞ্জ লায়ন শুভ নাজ জিনিয়া সভাপতি পদে লিও আতিক শাহরিয়ার সাদিফ, সদ্য প্রাক্তন জেলা সভাপতি পদে লিও ইরফান মোস্তাফা,সহ-সভাপতি পদে লিও ইসমাইল বিন আজিজ আলভী,জেলা সচিব লিও মোঃ শওকত হোসেন ও ট্রেজারার হিসেবে লিও রাফিদ মোঃ আহনাফ এর নাম ঘোষণা করেন । এছাড়াও জিএলটি ডিস্ট্রিক্ট কোওর্ডিনেটর হিসেবে লিও ওমর ফারুক, জিএমটি লিও দীপ্ত দে, জিএসটি লিও মোঃ নুর হোসাইন, জয়েন্ট সেক্রেটারি লিও অনুপ কুমার দাস, জয়েন্ট ট্রেজারার হিসেবে লিও সিরাজুল করিম হিরো এর নাম ঘোষণা করা হয়।পরবর্তিতে জেলার সকল ক্লাব নব-নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন।
উক্ত প্রোগ্রামে আরোও উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪,বাংলাদেশ এর কেবিনেট সেক্রেটারি ডেজিগনেট লায়ন আবু বক্কর সিদ্দিকী,জি ই টি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন আসিফ উদ্দিন ভূইয়্যা, এলসিআইএফ কো-অর্ডিনেটর ডেজিগনেট লায়ন আবু মোর্সেদ, জয়েন্ট ট্রেজারার লায়ন নুর মোহাম্মদ বাবু,জয়েন্ট সেক্রেটারি ডেজিগনেট লায়ন আ.জ.ম সাইফুল ইসলাম টুটুল, সিনিয়র গভর্নর এডভাইজর লায়ন মোহাম্মদ আলী, লায়ন নজরুল ইসলাম, লায়ন শওকত ইসলাম, লায়ন জাহাঙ্গীর মিয়া,আর সি হেড-কোয়ার্টারদের মধ্যে লায়ন আশরাফ আলি আসু, লায়ন ডা:মো:জাকিরুল ইসলাম, লায়ন আরিফ আহমেদ, লায়ন মির্জা মো: আকবর আলি,আর সি দের মধ্যে মো:শহিদ সরোয়ার মাক্সিম, লায়ন আশিষ ভভট্টাচার্য্য, লায়ন তারেক কামাল, লায়ন জাহানারা বেগম, লায়ন তাহের আহমেদ, লায়ন এ.কে.এম.এ মুক্কিত,লায়ন এম এ মান্নান,লায়ন ইশতিয়াক মাহমুদ ইমন,লায়ন ইলিয়াস সিরাজি, লায়ন ফজলে রাব্বি সহ আরোও অনেকে। প্রাক্তন লিও জেলা সভাপতিদের মধ্যে লায়ন হেলাল উদ্দিন, লায়ন মোহাম্মদ ওবাইদুর রহমান, খলিল উল্লাহ চৌধুরী সাকিব, লায়ন সাইফুল করিম আরিফ ও প্রাক্তন মাল্টিপল সভাপতি লায়ন শাহরিয়ার ইকবাল প্রমুখ।