রাউজানে অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় মোঃ শাহজাহান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে গহিরা দলই নগর এলাকার আতুরনির ঘাটা নামক রাউজান-ফটিকছড়ি সংযুক্ত অদুদিয়া সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে। জানা যায়, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহাজান ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ফজু খলিফার বাড়ির প্রয়াত মাহমুদুল হকের ছেলে। নিহতের ফুফাতো ভাই ওবাইদুল আকবর জানান, পরিবারের একমাত্র সন্তান শাহাজান। সেই মোটর সাইকেল চালিয়ে ফটিকছড়ির বাড়ি থেকে রাউজানের গহিরা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে সড়ক দুর্ঘটনা স্থলে পুলিশ নিয়ে যায়। সেখানে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ক্ষতিগ্রস্ত অটোরিক্সা ও মোটর সাইকেল থানা হেফাজতে নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ৭:১৪)
  • ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০