অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:
আজ (২৩ জুন) সকাল দশটার সময় নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান পিপিএম বলেন, আত্রাই উপজেলায় গত ২২ জুন রাত সাড়ে দশটায় সময় আত্রাই থানার এসআই মোঃ রাশেদ আলীর নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানাধীন আত্রাই নতুন ব্রীজের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনা করে রাত ১১টার সময় নাটোর নলডাঙ্গার দিক হইতে একটি সবুজ রংয়ের সিএনজি থামিয়ে উক্ত সিএনজিতে থাকা মোঃ জসিম মিয়া, পিতা- মৃত আছমত আলী, মোঃ সেলিম , পিতা-মোঃ শাহ আলম, উভয় সাং-ভুঁইয়ারা, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর, মোঃ সাদ্দাম হাওলাদার, পিতা-মোঃ ফুল মিয়া, সাং-গোপালপুর, থানা-কোটালীপাড়া, জেলা-গোপালগঞ্জ, শ্রী কাজল চন্দ্র মোহন্ত, পিতা-শ্রী শ্যামল চন্দ্র মোহন্ত, শ্রী পলাশ চন্দ্র দেবনাথ, পিতা-মৃত রাজেন চন্দ্র দেবনাথ, উভয় সাং- সুলতানপুর, মোঃ বজলু রহমান, পিতা-মৃত রইচ মন্ডল, সাং-পার নওগাঁ, সর্ব থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁদের দেহতল্লাশি করে ০৭টি প্যাকেট যার প্রতিটি প্যাকেটে ০২ কেজি করিয়া সর্ব মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে জানা যায় যে, উক্ত আসামীরা দেশের বিভিন্ন স্থান হতে মাদক সংগ্রহ করিয়া নওগাঁ জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসতেছিল। এ বিষয়ে আত্রাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন রুজু করা হয়।