মোঃ হোসেন গাজী।।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ ও বর্ণাঢ্য রেলিতে অংশগ্রহণ করেছে চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ।
২৩ জুন,শুক্রবার বিকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিণ করে।
জেলা আওয়ামী লীগের উক্ত কর্মসূচিতে চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নেতাকর্মীবৃন্দ আলাদাভাবে মিছিল নিয়ে সেখানে সমাবেশ হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ মানিক দেওয়ান,সহ সভাপতি ওমর আলী সরকার,সহ-সভাপতি নিজামউদ্দিন রাড়ি,সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজান পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল হালিম বেপারী, সিনিয়র সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী,
সাধারণ সম্পাদক আব্দুল খালেক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা গাজী,মোঃ ইয়াসিন বেপারী,
সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ দেওয়ান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী বেপারী, পৌর মৎস্যজীবী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন গাজী,সহ-সভাপতি হাজী আলী আকবর বেপারী, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেজবাউদ্দিন মাল সহ সাংগঠনিক মোঃ মোস্তফা কামাল সফু প্রমুখ।