মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের ফুলবাড়ীতে আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।
রোববার সকাল ১০ টায় পৌর এলাকার ৯নং ওয়ার্ডে কেভিট-১৯ প্রকল্পের আওতায়, পাঁচ লাখ টাকা ব্যয়ে কেন্দ্রিয় শ্বশ্বান ঘাটের আরসিসি রাস্তা নির্মাণ ও ঢালাই কাজ উদ্বোধন করেন। এসময় পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান,শ্বশ্বান ঘাট পরিচালনা কমিটির নেতা উজ্জল গুপ্তসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন,সনাতন ধর্মাবলম্বীদের শশ্মান এলাকার রাস্তাটি দীর্ঘস্থায়ী করার জন্য আরসিসি ঢালাই করা হচ্ছে। একই সাথে পৌর এলাকার অধিকাংশ এলাকায় আরসিসি রাস্তাগুলো করা হচ্ছে, যাতে দির্ঘদিন পৌরবাসী রাস্তা গুলো ব্যবহার করতে পারেন।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;
মোবাইল ০১৭৭০০৭০১১১