মোশারফ হোসেন ফারুক মৃধা:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়’র সুবিধা বঞ্চিত হত দরিদ্র গরীব অসহায় ১৬ জন কোমলমতি শিক্ষার্থীর মাঝে প্রণোদনা বিতরণ করা হয়েছে। পারফরেমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন (PBGSI) স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDF) শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক অনুদানের অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মধ্যে জন প্রতি নগদ ৫ হাজার টাকা করে ১৬ জন শিক্ষার্থীকে ৮০ হাজার টাকা প্রনোদনা দেওয়া হয়।
রোববার ২৫ জুন দুপুরে বিদ্যালয়ের হলরুমে প্রনোদনা বিতরন অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নেছার আহম্মদ’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অভিবাক সদস্য সাংবাদিক মোশারফ হোসেন ফারুক মৃধা, মো: বিল্লাল হোসেন, মো: ফারুক হোসেন, সহকারী প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক মো: ইসমাইল হোসেন, মিষ্টার হোসেন, মো: শফিউল মমিন, মো: রিয়াদ হোসেন, মো: সাখাওয়াত হোসেন, মো: মাছুম হোসেন সাওন, শিলা রানী সহ সুবিদাভোগী শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দ।