খুঁটি ৩শ’ ও হাসিল ৩শ’, ব্যাপক চাঁদাবাজি গহিরা দলই নগর স্কুল মাঠ ও সড়কে পশুর হাট সরকারী ইজারা নেই বললেন ইউএনও

 

রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি:

রাউজানের গহিরা কালচাঁদ চৌধুরী হাট বাদ দিয়ে অস্থায়ী ভাবে দলই নগর উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যায় কোরবানি পশুর হাট। বেপরোয়া ভাবে অস্থায়ী এ বাজার সৃষ্টির ফলে চরম ভোগান্তিতে পড়েছে চলাচলরত মানুষ। রোববার বাজারটি পরিদর্শন করে দেখা যায়, বিদ্যালয় মাঠ ও সড়কের উপর গরু বাধাঁর খুঁটি বসিয়ে প্রায় অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে নাচারক্কা অবস্থা করেছে একটি সংঘবন্ধ সেন্ডিকেট। তাদের বিরুদ্ধে অভিযোগ উটেছে খুঁটির দাম ৩০০শ’ ও হাসিল আদায় করছে ৩০০ টাকা করে। অথচ এই বাজারে নেই কোনো সরকারি ইজারা। ইজারা বিহীন গহিরা দলই নগরে কোরবানীর পশুর হাটে গরু বাধাঁর জন্য কয়েক হাজার বাঁশের খুঁটি পুঁতে। প্রতিটি খুঁটি থেকে ৩শ টাকা করে নিচ্ছে । বাধ্য করা হচ্ছে গরু বিক্রি না হলেও ৩শ টাকা দিতে। পশু বিক্রি হলে খুঁটিসগ হাসিল দিতে হচ্ছে ছয় শত টাকা। জানা যায়, রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার বাঁশি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গহিরা দলই নগর উচ্চ বিদ্যালয় মাঠ ও জনগণের চলাচলের সড়কের দুই পাশে কোরবানির পশুর হাট বসিয়েছে। সড়কের দুই পাশে পশুর হাট বসানোর ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। দলইনগর এলাকার মাইজপাড়া আরিফ অভিযোগ করে বলেন, আমি তিনটি গরু বিক্রি করার জন্য দলইনগর কোরবানী পশুর হাটে এনেছি। তবে প্রতিটি গরু বাঁধার বাঁশের খুটিতে বাবদ আমার কাছ থেকে ৩শত টাকা করে ৯শত টাকা নেয়। এছাড়াও একাধিক বিক্রেতা অভিযোগ একই অভিযোগ করেন এ প্রতিবেদককে। দলইনগর ইউপি সদস্য বাজার কমিটির সদ্য বেলাল উদ্দিনের দাবি, বাজার খরচ বাবদ প্রতিটি বাঁশের খুঁটি থেকে ২শত টাকা ও হাসিল বাবদ ৩শত টাকা করে নেওয়া হয়েছে। অথচ খুঁটি বাবদ নিচ্ছে তিন শত টাকা। এ বিষয়ে গহিরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ বাজার ব্যবস্থাপক জাকির হোসেনের কাছে বার বার ফোন করে জানতে চাইলে তার মোবাইল ফোন ব্যস্ত পাওয়া যায়। এ প্রসঙ্গে গহিরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার বাঁশির কাছে জানতে চাইলে তিনি পরে কথা বলবো বলে ফোন কেটে দেন। এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, কালাচাঁদ চৌধুরী হাট বা দলই নগর উচ্চ বিদ্যালয়ের পশুর হাটে সরকারী ইজারা দেওয়া হয়নি। যারা হাট বসিয়ে হাসিল বা খুঁটির টাকা নিচ্ছে তাহা সম্পূর্ণ অবৈধ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (সকাল ৬:২৬)
  • ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই জিলকদ, ১৪৪৫ হিজরি
  • ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১