মোঃ হোসেন গাজী।।
গত বেশ কিছুদিন পূর্বে জনপ্রিয় অনলাইন সত্য সংবাদ এর মাধ্যমে “ক্যান্সারে আক্রান্ত সাজিদ বাঁচতে চায়” এই শিরোনামে একটি নিউজ প্রচার করা হয়। তাতেই চান্দ্রা ইউনিয়নে কয়েকজন যুবকের বিবেক নাড়া দেয়। তাই চান্দ্রা ইউনিয়নের দেশী ও প্রবাসী মিলে কয়েকজন যুবক কিছু আর্থিক সহযোগিতা নিয়ে সাজিদের চিকিৎসা সহায়তায় পাশে দাড়ান। রবিবার ২৫ জুন সন্ধ্যায় চান্দ্রা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন ইবু সহ এই আর্থিক অনুদানে সহায়তা করেন রুহুল আমিন পাটওয়ারী, জসিম খান, রাশেদ মোল্লা, প্রবাসী জসিম বেপারী, শাহাদাত গাজী, শরিফ, ব্যাবসায়ী বারেক সহ এক সিএনজি চালক। সাজিদের বাবার মোবাইল ফোনের বিকাশে অনুদান দেওয়া হয়। সাজিদ আলম বর্তমানে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাজিদের খোঁজখবর নিলে তার বাবা মাওঃ শামসুল ইসলাম জানান, সাজিদে শারিরীক অবস্থা দিনদিন অবনতির দিকে রয়েছে। বর্তমানে তার পুরো শরিরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। এ কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন।
সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ আপনার সন্তানের দিকে তাকিয়ে সাজিদের চিকিৎসায় একটু সহযোগিতা করুন।