নিজস্ব প্রতিবেদক । আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে বাগাদী চৌরাস্তা কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুর, মোঃ কামরুল হাসান। এসময় সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ বশির আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার, সানজিদা শাহ্নাজ, সহকারী কমিশনার (ভূমি), মো. হেদায়েত উল্যাহ, বাগাদী ইউনিয়ন পরিষদ এ সময় উপস্থিত ছিলেন বাগাদি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন বিল্লাল প্রমুখ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক, চাঁদপুর ক্রেতাদের সাথে দীর্ঘসময় আলোচনা করেন। তিঁনি কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে সচেতন করেন।