সৈয়দকাঠী ইউপির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউপির ৯ টি ওয়ার্ডের সাধারণ ও ৩টি সংরক্ষিত আসনের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে।

গত(২০ ডিসেম্বর) সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা তার কার্যালয়ে এ শপথবাক্য পাঠ করান।এসময় সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মৃধা উপস্থিত ছিলেন। ১৯ ডিসেম্বর রবিবার বরিশাল জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধাকে শপথ পড়ান।

প্রসঙ্গত গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে উপজেলার সৈয়দকাঠি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে চলতি বছরের ২১ জুন প্রথম ধাপে উপজেলার অপর ৭ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। উপজেলার ৮টি ইউপি নির্বাচনেই নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হন। এদের মধ্যে ৫টি ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (দুপুর ১২:৫২)
  • ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১